INDIA Alliance: 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশের ডাক দিয়ে আজ দিল্লির রামলীলা ময়দানে মেগা র্যালি
Continues below advertisement
Arvind Kejriwal: কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে এককাট্টা বিরোধী জোট ইন্ডিয়া (india aliance)। 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশের ডাক দিয়ে আজ দিল্লির (delhi)রামলীলা ময়দানে মেগা র্যালি করতে চলেছেন ২৮টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। সমাবেশে হাজির থাকতে পারেন সনিয়া গান্ধী। রামলীলা ময়দানের ইন্ডিয়া র্যালিতে থাকছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাগড়েরা। তৃণমূলের তরফে ডেরেক ও’ ব্রায়েন ছাড়াও আরও একজন সাংসদ থাকবেন। সূত্রের খবর, 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশের মঞ্চ থেকে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা দিতে পারেন তাঁর স্ত্রী সুনীতা। সমাবেশে উপস্থিত থাকতে পারেন ED-র হাতে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন।
Continues below advertisement