Operation Sindoor: পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ ভারতের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ ভারতের । পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করল ভারত । লাহৌরে পাক এয়ার ডিফেন্স ইউনিটের HQ নাইন সিস্টেম ভেঙে খানখান । রাওয়ালপিণ্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করে দিয়েছে ভারত । চিন থেকে আনা HQ নাইন সিস্টেম বিকল । হামলার আঁচ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা । ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত  । পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথমবার S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করল ভারত । এই S-400 অ্যান্টি মিসাইল সিস্টেমকে ডাকা হয় সুদর্শন বলে । সুদর্শন চক্রে ছিন্নভিন্ন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম । রাশিয়া থেকে কেনা হয়েছিল S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম । পাকিস্তানের এয়ার রেডার সিস্টেম ধ্বংস করেছে ভারতের হারপি ড্রোন । পাক মিসাইলগুলিকে নিষ্ক্রিয় করেছে ভারতের S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম । ভারতের অ্যাকশনে ভীত পাকিস্তান, ইসলামাবাদে বাজছে সাইরেন 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola