Rahul Gandhi: ভারতে একনায়কতন্ত্র চলছে, দাবি রাহুল গাঁধীর | Bangla News

Continues below advertisement

‘ভারতে একনায়কতন্ত্র চলছে। আমজনতা, কৃষকদের থেকে চুরি হচ্ছে, সেটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা,’ সাংবাদিক বৈঠকে মন্তব্য রাহুল গাঁধীর।

রাহুল আরও বলেন, "কৃষকদের উপর আক্রমণ বিজেপি সরকারের। কৃষকদের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা করা হয়েছে। আজ আমি লখিমপুর যাচ্ছি। ৩ জনকে নিয়ে লখিমপুর যাচ্ছি। উত্তরপ্রদেশের নতুন রাজনীতি এটাই। যারা মারে তারা জেলের বাইরে থাকে, যারা মরে তারা জেলের ভিতরে থাকে। নিহতদের ঠিকমতো ময়নাতদন্ত হচ্ছে না। মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? উত্তরপ্রদেশে শুধু কংগ্রেসকে আটকানো হচ্ছে। অন্য কোনও দলকে আটকানো হচ্ছে না। হাথরাসের ঘটনায় আমরা গিয়ে  সরকারের ওপর চাপ না বাড়ালে, দোষীরা ছাড়া পেয়ে যেত। একইভাবে এখানেও আমাদেরকে সরকারের ওপর চাপ বাড়াতে হবে।"

উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা প্রসঙ্গে রাহুল গাঁধী (Rahul Gandhi) বলেন,"মিডিয়া সহ দেশের বিভিন্ন সংস্থাকে নিয়ন্ত্রণ করছে কেন্দ্র। ভারতে একনায়কতন্ত্র চলছে। রাজনৈতিক নেতারা উত্তরপ্রদেশে যেতে পারবে না। গতকাল ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে বিমান বন্দরে আটকানো হয়েছে। বলা হচ্ছে ১৪৪ ধারা চলছে। কিন্তু উনি তো একা ছিলেন। ছোট ব্যবসায়ী, কৃষক থেকে জনতা-সবার থেকে চুরি করা হচ্ছে, এবং একনায়কতন্ত্র দেশে চলায় সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ২ মুখ্যমন্ত্রীকে নিয়ে আজ লখিমপুরে যাচ্ছি। আমরা ওখানে গিয়ে একদম তৃণমূলস্তরের পরিস্থিতি খতিয়ে দেখতে ও বুঝতে চাই। আমাদের পরিবারের যে কারও সঙ্গে যা কিছু করা হোক, আমাদের কিছু এসে যাবে না। এখানে কৃষকদের কথা হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram