Barge Sank Off Mumbai: মুম্বইয়ে বার্জ ডুবির ঘটনায় ৩ আধিকারিককে সাসপেন্ড করল ONGC

Continues below advertisement

মুম্বইয়ে (Mumbai) বার্জ ডুবিকাণ্ডে কড়া পদক্ষেপ নিল ওএনজিসি (ONGC)। ৩ আধিকারিককে সাসপেন্ড করা হল। ১৭ মে মুম্বইয়ে 'তওতে' ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বার্জ। মৃত্যু হয়েছিল ৮৬ জনের। এই বার্জগুলি ওএনজিসির জন্য কাজ করছিল। গাফিলতির কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের ভিত্তিতে আজ সংস্থার ৩ আধিকারিককে সাসপেন্ড করা হল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram