Bihar: দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত ২, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনো ফেঁসে ১৮ জন যাত্রী।Bangla News
Continues below advertisement
দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৮ জন। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনও ফেঁসে রয়েছেন ১৮ জন যাত্রী। ৩০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সেনা ও আধা সেনা, বায়ু সেনা, এনডিআরএফ। সাহায্য নেওয়া হচ্ছে বায়ুসনার হেলিকপ্টারের। । যাঁরা রোপওয়েতে আটকে রয়েছেন, তাঁদের কাছে জল নেই। তাঁদের কাছে জল পৌঁছোনোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের। মাটি থেকে ৮০০ মিটার উঁচুতে ওই রোপওয়েতে ফেঁসে আছেন বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের পর্যটকরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bihar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ropeway Accident Deoghar Accident Ropeway Accident In Bihar দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা