Bihar: দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত ২, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনো ফেঁসে ১৮ জন যাত্রী।Bangla News

Continues below advertisement

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৮ জন। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনও ফেঁসে রয়েছেন ১৮ জন যাত্রী। ৩০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।  উদ্ধারকাজে নেমেছে সেনা ও আধা সেনা, বায়ু সেনা, এনডিআরএফ। সাহায্য নেওয়া হচ্ছে বায়ুসনার হেলিকপ্টারের। । যাঁরা রোপওয়েতে আটকে রয়েছেন, তাঁদের কাছে জল নেই। তাঁদের কাছে জল পৌঁছোনোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের।   মাটি থেকে ৮০০ মিটার উঁচুতে ওই রোপওয়েতে ফেঁসে আছেন বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের পর্যটকরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram