Bipin Rawat Demise: ঘন কুয়াশায় পাক খাচ্ছে কপ্টার, পর্যটকের তোলা ভিডিও প্রকাশ্যে | Bangla News

Continues below advertisement

আকাশে ঘন কুয়াশা। তার মধ্যে পাক খাচ্ছে কপ্টার। মেঘের ফাঁকে তা হারিয়ে যাচ্ছে ঘনঘন। স্থানীয় পর্যটকের তোলা কয়েক সেকেন্ডের এই ভিডিওতে রাওয়াতের (Gen Bipin Rawat) কপ্টার দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয় পর্যটকদের। গতকাল বেলা ১২টার কিছু পরে কুন্নুরে ভেঙে পড়ে জেনারেল রাওয়াতের এমআই সেভেন্টিন ভি ফাইভ কপ্টার। ভেঙে পড়ার পর ধ্বংস হয়ে যাওয়া কপ্টারের ছবি দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। এবার সামনে এল ভেঙে পড়ার আগে আকাশে পাক খাওয়া কপ্টারের ফুটেজ, অন্তত তেমনটাই দাবি স্থানীয় পর্যটকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram