Bipin Rawat Demise: চিরবিদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ সস্ত্রীক জেনারেল রাওয়াতের শেষকৃত্য | Bangla News
Continues below advertisement
দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Gen Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর ২টোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
Continues below advertisement
Tags :
Delhi ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Coonoor Chopper Crash Coonoor Helicopter Crash CDS Bipin Rawat Helicopter Crash Tamil Nadu Chopper Crash CDS Bipin Rawat Chopper Crash CDS Bipin Rawat Plane Crash Madhulika Rawat Bipin Rawat Death CDS Bipin Rawat Death CDS Bipin Rawat Death News Bipin Rawat Wife Death Madhulika Rawat Death Black Box Recovered Funeral Of Gen Bipin Rawat