Bipin Rawat Helicopter Crashed: দুর্ঘটনাস্থল থেকে ওয়েলিংটন সেনা ক্যাম্পের দূরত্ব মাত্র ৫ মিনিট |Bangla News

Continues below advertisement

দিল্লি থেকে কপ্টারে রওনা দেন জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। বিশেষ কপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন। রাওয়াত-সহ ৯ জন সকাল ১১টা ৩৫-এ তামিলনাড়ুর সুলুরে নামে চিফ অফ ডিফেন্স স্টাফের কপ্টার। সকাল ১১টা ৪৫-এ সুলুর থেকে ওয়েলিংটন সেনা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় কপ্টার। ৯ যাত্রী ছাড়াও বায়ুসেনার এম ১৭ ভি-৫ কপ্টারে ছিলেন ৪ জন ক্রু। বেলা ১২টা ২০ মিনিট নাগাদ ওয়েলিংটন ক্যাম্পের ১৬ কিমি দূরে ভেঙে পড়ল কপ্টার। দুর্ঘটনাস্থল থেকে ওয়েলিংটন সেনা ক্যাম্পের দূরত্ব মাত্র ৫ মিনিট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram