Bipin Rawat Last Rite : ব্রার স্কোয়ারে পৌঁছল প্রয়াত সিডিএস-এর কফিনবন্দি দেহ |Bangla News

Continues below advertisement

দিল্লির ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে পূর্ণ মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে। পর্যবেক্ষণে রয়েছেন ব্রিগেডিয়ার পর্যায়ের ১২ জন আধিকারিক। শেষ বিদায়ে ১৭ বার হবে তোপধ্বনি। শেষযাত্রায় সাক্ষী অসংখ্য মানুষ। জাতীয় পতাকা হাতে শেষযাত্রায় সাধারণ মানুষ। পুষ্পাঞ্জলির মাধ্যমে জেনারেলকে শ্রদ্ধা। চোখের জলে প্রিয় জেনারেলকে বিদায়। প্রয়াত CDS-র শেষযাত্রায় ৮০০ সেনা। কামরাজ মার্গের বাসভবন থেকে শেষযাত্রা। পাইলট করে ৩ বাহিনীর প্রধান। মানুষ খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ভারত মাতার জয়, বন্দে মাতরম ধ্বনিত হচ্ছে বারবার তাদের কণ্ঠে। পদযাত্রায় সামিল অসংখ্য মানুষ। ভিড়ে রয়েছেন ৮-থেকে ৮০। শেষযাত্রায় দৌড়লেন সেনা জওয়ানরা।

ব্রারার স্কোয়ারে পৌঁছে গেল প্রয়াত সিডিএস-এর কফিনবন্দি দেহ। বহু মানুষ উপস্থিত হয়েছেন, তাঁরা জেনারেলকে শেষ শ্রদ্ধা জানাতে চান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram