Biplab Deb: ‘ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক, সবসময় এই চেষ্টা করেছি’, মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর মত বিপ্লব দেবের ।Bangla News

Continues below advertisement

‘আশাকরি আমাকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক, সবসময় এই চেষ্টা করেছি। ত্রিপুরার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করেছি। ২০২৩-এ ভোট, পার্টি চাইছে সংগঠনে দায়িত্বশীল কাউকে আনতে। সংগঠন থাকলে, তবেই সরকার থাকবে। জয়লাভ করলে, তবেই সরকার থাকবে। আগে ২০২৩-এর জন্য তৈরি হওয়া প্রয়োজন। জিতলে তো কেউ না কেউ মুখ্যমন্ত্রী হবেনই। দীর্ঘ সময়ের জন্য সরকার রাখতে আমার মতো ভাল সংগঠক দরকার। প্রত্যেকের কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। আমাকে যেখানেই রাখা হোক না কেন, বিপ্লব দেব সব জায়গায় ফিট’। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর বললেন বিপ্লব দেব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram