Blast In Jammu: 'এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে', মন্তব্য় প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের
জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম।
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, "বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে কিনা সে সম্বন্ধে বলা এখন মুশকিল। এখন লাইন অফ কন্ট্রোলের দিক থেকে মোটামুটি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। ২০০-র মতো জঙ্গি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিছু জঙ্গি তাই লো-ইনটেনসিটি বিস্ফোরণগুলো ঘটাচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। কারণ সেনাবাহিনীর জওয়ানরা খুঁজে খুঁজে বের করছেন কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে। এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। ব্যবস্থাও নেওয়া হবে।"
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, "আমার মনে হয় জম্মু-কাশ্মীরের নির্বাচনকে প্রভাবিত করার জন্য কয়েকজন বিচ্ছিন্নতাবাদী মনোভাবের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।"
জম্মুর ত্রিকুটানগরে আইইডি (IED) সহ গ্রেফতার গ্রেফতার জঙ্গি। পাঁচ কেজি আইইডি সহ গ্রেফতার করা হয় এক জঙ্গিকে।