Car Price: গাড়ি ও টু হুইলারের জন্য থার্ড পার্টি বিমার প্রিমিয়াম বাড়ল ।Bangla News

গাড়ি ও টু হুইলারের জন্য থার্ড পার্টি বিমার প্রিমিয়াম বাড়ল। ১ জুন থেকে সিদ্ধান্ত কার্যকর। প্রাইভেট কারের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০০ সিসি হলে প্রিমিয়াম ২০৯৪ টাকা। পাবলিক কারের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি হলে ৩৪১৬ টাকা। ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ১৫০০ সিসি হলে প্রিমিয়াম কমে ৭৮৯০ টাকা। টু হুইলারের ক্ষেত্রে ১৫০ থেকে ৩৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি হলে ১৩৬৬ টাকা। ৩৫০ সিসি-র বেশি হলে প্রিমিয়াম ২৮০৪ টাকা। প্রিমিয়াম বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola