Car Rampage: ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির ধাক্কা, গুরুতর জখম শিশু সহ ৩| Bangla News

Continues below advertisement

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, ছত্তীসগঢ়ের যশপুরের পর এবার মধ্যপ্রদেশের ভোপাল। বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে ঢুকে পড়ল গাড়ি। পুলিশ সূত্রে খবর, বাজারিয়া এলাকায় এই ঘটনায় গাড়ির ধাক্কায় এক শিশু-সহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ও তাঁর দলবলের বিরুদ্ধে। ওই ঘটনায় চারজন কৃষকের মৃত্যু হয়। দশমীর দিন ছত্তীসগঢ়ের যশপুরে শোভাযাত্রায় বেপরোয়া গাড়ি পিষে দেয় বেশ কয়েকজনকে। মৃত্যু হয় একজনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram