CBSE Exam: CBSE-র দশম-দ্বাদশে এবার ২ বার পরীক্ষা

Continues below advertisement

CBSE-র দশম-দ্বাদশে এবার দু'বার পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। দু'টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। নবম-দ্বাদশে ২ বার পরীক্ষা কার্যকর ২০২২ থেকে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর, ডিসেম্বরে, দ্বিতীয় পরীক্ষা মার্চ-এপ্রিল। 

এবার নৌকায় ভ্যাকসিনেশন। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের উদ্য়োগে চালু হল ভ্য়াকসিন অন বোট পরিষেবা। ভ্য়াকসিন পাওয়ার আশায় স্বস্তিতে বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, সবাইকে ভ্যাকসিন দিতে প্রয়োজনে নৌকা সংখ্যা আরও বাড়ানো হবে। 

অন্য়দিকে, বিধানসভা ভোটে পরাজয়ের পর সোমবার ছিল বিজেপির (BJP) বড় কোনও কর্মসূচি। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরসভা অভিযানে মাঠে নামল গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকরা যাকে আদতে হারের হতাশা ঝেড়ে ফেলে পুর ভোটের আগে প্রস্তুতি হিসেবেই দেখতে চাইছে। যদিও বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে লড়াইটা বিজেপির পক্ষে আরও কঠিন হয়ে পড়েছে। কারণ সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্য়ে ১৩২টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল। মাত্র ১১টি এগিয়ে বিজেপি। বাকি একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস। কিন্তু প্রশ্ন হল যে পুরভোটকে কেন্দ্রকে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে সেই পুরভোট আদতে হবে কবে? রাজ্যে ১২৫টি পুরসভার মধ্য়ে কলকাতা সহ ১১২টি পুরসভার মেয়াদ দীর্ঘদিন শেষ হয়ে গেলেও সেখানে ভোট কবে হবে এখনও জানায়নি রাজ্যের নির্বাচন কমিশন। যা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram