CBSE, ICSE 12th Exam SC Hearing: ৩১ জুলাইয়ের মধ্যে CBSE দ্বাদশ ও ISC ফল ঘোষণা করতে হবে, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Continues below advertisement
সিবিএসই-র (CBSE) দ্বাদশ ও আইএসসির (ISC) ফলঘোষণা নিয়ে সব রাজ্যগুলিকে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ জুলাইয়ের মধ্যে ফল ঘোষণার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কীভাবে করা হবে মূল্যায়ন, তা জানাতে হবে ১০ দিনের মধ্যে। সব স্টেট বোর্ডগুলিকে একটি ইউনিফর্ম পলিসি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে বলে প্রস্তাব ওঠে শীর্ষ আদালতে। এই আবেদন খারিজ করে দেয় আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব রাজ্যের বোর্ডগুলি ভিন্ন প্রকৃতির। তাই একই পলিসি নেওয়া সম্ভব নয়। অন্ধ্রপ্রদেশই (Andhra Pradesh) শুধুমাত্র শারীরিকভাবে পরীক্ষা নিতে চাইছে। এই প্রসঙ্গে অন্ধ্র সরকারের কাছে এই প্রস্তাবের কারণ জানতে চাইল সুপ্রিম কোর্ট। শারীরিকভাবে পরীক্ষা নেওয়ার কারণে যদি ছাত্রছাত্রীদের করোনা সংক্রমণ হয়, তাহলে কী ব্যবস্থা নেবে রাজ্য, তাও জানতে চাওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Coronavirus Icse Supreme Court Coronavirus In India ABP Ananda Cbse Railways COVID19 Corona Cases ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Sealdah GRP India Coronavirus Cases Coronavirus Cases India Corona Cases DISTRICT NEWS Covid19 Update Covid19 India Update Mallickpur Station Protest For Local Train Covid19 Board Exam News