Corona Nasal Vaccine: এবার মিলবে ন্যাজাল ভ্যাকসিন, আজ থেকেই রেজিস্ট্রেশন কো উইন অ্যাপে
Continues below advertisement
ইঞ্জেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। এটি হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারা। সূত্রের খবর, আজ থেকেই কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন।
Continues below advertisement
Tags :
West Bengal Meeting Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Corona ABP Ananda Live Covid 19 ABP Ananda Bengali News Corona Virus Nasal Vaccine