IMA COVID-19 Warning: দেশে তৃতীয় ঢেউ অনিবার্য, সতর্কবার্তা আইএমএ-র
Continues below advertisement
দেশে করোনার (Corona) তৃতীয় ঢেউ (Third Wave) অনিবার্য। এই বার্তা দিয়ে কেন্দ্র ও সমস্ত রাজ্যকে সতর্ক করল আইএমএ (IMA)। এই পরিস্থিতিতে কোভিড বিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে জোর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে। প্রেস বিবৃতিতে আইএমএ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মানুষ করোনা বিধি (COVID-19 Rules) না মেনেই জমায়েত করছেন। ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ, সবেরই প্রয়োজন। কিন্তু এসবের জন্য আর কয়েকমাস অপেক্ষা করাই যায়। ভ্যাকসিন না নিয়ে কোভিড বিধি ভেঙে জমায়েত করলে কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার (Super Spreader) হওয়ার সম্ভাবনা বেশি হবে, এমনটাই সতর্কবার্তা জারি করে জানিয়েছে আইএমএ।
Continues below advertisement
Tags :
Coronavirus Corona ABP Ananda Corona Cases ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Coronavirus Death IMA Covid-19 Cases Corona Third Wave IMA’s Warning