Corona Vaccination: করোনাকালে ব্যাহত শিশুদের টিকাকরণ, তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা

Continues below advertisement

দেশে করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Corona) অনিবার্য এবং আসন্ন। প্রেস বিবৃতি দিয়ে ইতিমধ্যেই একথা জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health Expert) আশঙ্কা, করোনা (Corona) সংক্রমণের তৃতীয় ঢেউয়ে প্রভাব পড়তে পারে শিশুদের ওপরও।এরমধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো উদ্বেগবাড়াচ্ছে শিশুদের সার্বিক টিকাকরণের (Child Corona Vaccination) বিষয়টিও।কারণ, সংক্রমণের প্রথম (Covid 19 Infection) ও দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) ধাক্কায় ব্যাহত হয়েছে এই কর্মসূচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা WHO-র সমীক্ষায় উল্লেখ, ২০২০ সালে ভারতে DTP-1 অর্থাৎ ডিপথেরিয়া (Diphtheria), টিটেনাস এবং পার্টুসিস (Pertussis) প্রতিষেধকের প্রথম ডোজ পায়নি ৩০ লক্ষেরও বেশি শিশু। গোটা বিশ্বের নিরিখে যা সর্বোচ্চ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram