Corona Vaccine: এবার ওষুধের দোকানে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন! স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ DCGI-এর| Bangla News
Continues below advertisement
এবার থেকে ওষুধের দোকানেই মিলতে পারে কোভ্যাক্সিন, কোভিশিল্ড। দেশের ওষুধ নিয়ামক সংস্থা DCGI-এর বিশেষজ্ঞ কমিটি কেন্দ্রকে এই প্রস্তাব দিয়েছে। ভারতে প্রথম টিকা হিসাবে আসে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এরপর ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করে কোভিশিল্ড। দুই সংস্থার তরফে করোনার এই দুটি প্রতিষেধককে বাজারে বিক্রির অনুমোদন দেওয়ার আবেদন জানানো হয়েছিল। দুই সংস্থার কাছ থেকে সব রকমের তথ্য চায় DCGI-এর বিশেষজ্ঞ কমিটি। এরপরই কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে শুধুমাত্র জরুরি ভিত্তিতে প্রয়োগের বদলে দেশের প্রাপ্তবয়স্কদের জন্য বাজারে আনার প্রস্তাব দেওয়া হয়। এবার DCGI-এর ছাড়পত্র পেলে ওষুধের দোকানেই মিলবে করোনার টিকা।
Continues below advertisement
Tags :
Corona Vaccine India Corona Vaccine Covaxin Covishield ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla DCGI Vaccine In Medical Shop