PM Modi on 3rd Wave: 'পর্যটনস্থলের ভিড় উদ্বেগজনক, সতর্ক থাকলে রোখা যাবে তৃতীয় ঢেউ', বৈঠকে মোদি

Continues below advertisement

আজ দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলির (North Eastern State) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, “কোভিড নিয়ে আমাদের অতি সতর্ক থাকতে হবে। সব ভ্যারিয়েন্টের দিকে নজর রাখতে হবে।" আজ এই ভার্চুয়ালি করোনা-সমীক্ষা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, “পর্যটনস্থলে যে ভিড় হচ্ছে, তা চিন্তাজনক। এখন করোনার তৃতীয় ঢেউ কীভাবে রোখা যায়, ভাবতে হবে।“ তাঁর পরামর্শ, “ভিড় এড়াতে চেষ্টা করুন। সতর্ক থাকলে আমরা তৃতীয় ঢেউ রুখে দেব।" একইসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, “শিশু চিকিৎসায় অক্সিজেন প্ল্যান্ট বসানোতে অগ্রাধিকার। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ আটকাতে টিকাকরণই একমাত্র ভরসা। ছোট পরিসর থেকেই আমাদের সচেতন হতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram