Covaxin: কোভ্যাক্সিনে বাছুরের রক্তরস! কংগ্রেস নেতার ট্যুইট ঘিরে বিতর্ক

Continues below advertisement

কোভ্যাক্সিনে (Covaxin)  বাছুরের রক্তরস ব্যবহারের দাবি ঘিরে বিতর্ক জোরদার। গৌরব পান্ধি নামে এক ব্যক্তির করা ট্যুইট ঘিরে বিতর্কের সূত্রপাত। গৌরব পান্ধির ট্যুইটার অ্যাকাউন্টে পরিচয় দেওয়া হয়েছে, জাতীয় কংগ্রেসের আইটি সেলের ন্যাশানাল কোঅর্ডিনেটর। তথ্য জানার অধিকার আইনে নথি ট্যুইটে পোস্ট করে মঙ্গলবার গৌরব পাণ্ডে দাবি করেন, একটি আরটিআই-এর (RTI) জবাবে মোদি সরকার স্বীকার করে নিয়েছে যে, কোভ্যাক্সিনের নবজাতক বাছুরদের সেরাম থাকে। যা ২০ দিনের কম বয়স্ক বাছুরদের হত্যার পর জমাট বাধা রক্ত থেকে সংগৃহীত একটি অংশ। এটা নৃশংস। এই তথ্য আগেই জনসমক্ষে আনা উচিত ছিল।

ট্যুইটে এই দাবি ঘিরে তৈরি হয় বিতর্ক! যার পাল্টা বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে দাবি করেন, কোভ্যাক্সিনে বাছুরের রক্তরস থাকে না। ভুল ভাবে তথ্য তুলে ধরা হচ্ছে। বহু দশক ধরে ভ্যাকসিন তৈরিতে প্রাণীর রক্তরস ব্যবহার করা হয়। কিন্তু, চূড়ান্ত পর্যায়ে ভ্যাকসিনে আর রক্তরস থাকে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram