COVID Update: কোভিড চিকিৎসা প্রোটোকল থেকে বাদ পড়ল প্লাজমা থেরাপি

করোনা চিকিৎসার প্রোটোকল থেকে প্লাজমা থেরাপিকে বাদ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research) বা আইসিএমআর। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে করোনা চিকিৎসায় কোনও কোনও ক্ষেত্রে প্লাজমা থেরাপি (Plasma Therapy) করা হত। কিন্তু গত ১৪মে প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে বৈঠক করে আইসিএমআর (ICMR)। সেখানেই বেশ কয়েকটি ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে যে কোনও কাজ হয়নি, সেই বিষয়টি আলোচনা করা হয়। তারপরই করোনা চিকিৎসাপদ্ধতি থেকে প্লাজমা থেরাপিকে বাদ দিল আইসিএমআর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola