COVID Update: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বেশির ভাগ এলাকায় ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউন দরকার, মত ICMR প্রধানের
Continues below advertisement
ভয়াবহ করোনা (Corona) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বেশিরভাগ এলাকায় ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউন করা অত্যন্ত জরুরি। মত Indian Council of Medical Research বা ICMR-এর প্রধান বলরাম ভার্গবের। এক সাক্ষাত্কারে তিনি বলেন, যে জায়গার যত সংখ্যক মানুষ করোনা পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে ১০ শতাংশের বেশি রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে সেই জায়গায় অবিলম্বে লকডাউন করা উচিত। সেই লকডাউনের (Lockdown) মেয়াদ হতে পার ৬ থেকে ৮ সপ্তাহ। তাহলেই করোনার সংক্রমণ শৃঙ্খল ছেঁড়া যাবে।
Continues below advertisement
Tags :
Corona Vaccine Coronavirus Coronavirus India Updates Lockdown Coronavirus India Coronavirus In India Corona Cases In India Coronavirus News Maharashtra Coronavirus Corona Update Indian Council Of Medical Research Coronavirus Death Coronavirus LIVe Updates ICMR Oxford Vaccine Balram Bhargava Corona Death In India Coronavirus India Live Delhi Coronavirus Corona Symptoms Covid-19 Cases Coronavirus India Highlights COVID-19 Cases Today Oxygen Shortage Coronavirus News India Live Corona Chain