COVID Update: রেমডেসিভিরের কালোবাজারি রুখতে পুলিশের অভিযান, হরিদ্বার, রুরকি, কোটদ্বারে বেআইনি কারখানার হদিশ, গ্রেফতার ৫

Continues below advertisement

রেমডেসিভিরের কালোবাজারি রুখতে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান। হরিদ্বার, রুরকি, কোটদ্বারে বেআইনি কারখানার হদিশ পেল ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, তৈরি হচ্ছিল রেমডেসিভিরের জাল ওষুধ। এক-একটি ইঞ্জেকশন ২৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল বলে দাবি। কিংপিন-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি, দিল্লিতেও রেমডেসিভিরের কালোবাজারির ঘটনা ঘটেছে। সরোজিনী নগর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১০টি রেমডেসিভির ইঞ্জেকশন। এক-একটি ইঞ্জেকশন ৩৭ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল বলে পুলিশের দাবি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram