Covid Updates: 'গোমূত্র খেয়ে করোনা তাড়ান', BJP বিধায়কের আজব পরামর্শে সমালোচনার ঝড়

Continues below advertisement

দেশজুড়ে করোনা (Corona) সংক্রমণে চিন্তার ভাঁজ চিকিৎসকদের মাথায়। তার মধ্যেই গোমূত্র দিয়ে করোনা উপশমের পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের বিজেপি (BJP) বিধায়ক সুরেন্দ্র সিংহ। তিনি বলেন, ‘গোমূত্র সেবন করলেই করোনা অতিমারীকে নিয়ন্ত্রণ করা যেতে পারে।’ একটি ভিডিওতে দেখা গেছে, তিনি একটি বোতল থেকে কিছুটা গোমূত্র ১ গ্লাস জলে ঢেলে খেয়ে নিলেন। তারপরই এমন মন্তব্য করলন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, তিনি প্রায় ২৫ বছর ধরে সকালে খালি পেটে গোমূত্র পান করছেন। এতে শুধু করোনা নয়, তার থেকেও বড় কোন রোগই নাকি তাঁকে ছুঁতে পারবে না। তাঁর এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। চিকিৎসকরা এই ধরণের মন্তব্যকে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন মানুষকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram