CVoter Survey: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কারা ফিরছে ক্ষমতায়? কী বলছে সি ভোটারের সমীক্ষা?। Bangla News
Continues below advertisement
বছর ঘুরলেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। যাকে ২০২৪ সালের লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। তিন বছর বাকি থাকলেও, বিজেপি এবং বিরোধীদের চাপানউতরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে এখন থেকেই। এই প্রেক্ষাপটে পাঁচ রাজ্যের ভোটাররা কী ভাবছেন? এবার কোন রাজ্যে ক্ষমতায় আসতে পারে কারা? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার। রাজনীতির অলিন্দে একটা কথা প্রচলিত আছে, দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। কারণ, এই রাজ্যেই রয়েছে সবথেকে বেশি বিধানসভা আসন। ভোটমুখী আরেক রাজ্য পঞ্জাবে, কংগ্রেসের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। ভোট রয়েছে উত্তরাখণ্ডেও। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, গোয়াতেও ২৪ থেকে ২৮টি আসন এবং ৩৮ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি (BJP)। আগামী বছর ভোট রয়েছে মণিপুরেও।
Continues below advertisement
Tags :
Election ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla C Voter UP Election Punjab Election CVoter Survey