Cyclone Jawad: জওয়াদ-আশঙ্কায় বাতিল ৭৫টি দূরপাল্লার ট্রেন, ঘুরপথে চলবে নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস | Bangla News

Continues below advertisement

ঘূর্ণিঝড় জওয়াদ-এর আতঙ্কে কাঁপছে অন্ধ্র-ওড়িশা, বহু ট্রেন বাতিল। হাওড়া (Howrah), পুরী (Puri), বিশাখাপত্তনম থেকে ৭৫টি ট্রেন বাতিল। আজ ৩৬টি ট্রেন বাতিল, কাল-পরশু বাতিল আরও ৩৮টি ট্রেন। ঘুরপথে চলবে নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস। ভুবনেশ্বর-বিশাখাপত্তনমের বদলে খড়গপুর দিয়ে যাবে নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। খড়গপুর-ঝাড়সুগুদা-বালেশ্বর দিয়ে চলবে নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram