DA Increased for Central Govt Employees: সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়ল ১১ শতাংশ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) বাড়ল ১১ শতাংশ। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে লাভবান হচ্ছেন প্রায় ৫২ লক্ষ কর্মী এবং ৬০ লক্ষ পেনশনভোগী। উৎসবের মরসুমের আগে তাঁদের হাতে বাড়তি অর্থ থাকবে। গত সপ্তাহে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এরপরেই আজ এই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ফলে ১৭ শতাংশ থেকে বেড়ে মহার্ঘভাতা হল ২৮ শতাংশ। গত বছর এদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মহার্ঘভাতা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, সেটা স্থগিত রাখা হয়। তবে আজ সেই সিদ্ধান্ত বদল করার কথা জানাল কেন্দ্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola