Dinesh Trivedi Resigns: রেলমন্ত্রী থাকাকালীন ভাড়া বাড়িয়ে, মমতার ক্ষোভের মুখে পড়েছিলেন দীনেশ

শুক্রবার রাজ্যসভা থেকে ইস্তফা দেন  প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় তিনি বলেন, অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছেন।  আগেও তিনি এমনটা অনুভব করেছিলেন রেলমন্ত্রী থাকার সময়। ২০০৯ সালে মনমোহন সিংহের রেল মন্ত্রী ছিলেন মমতা বন্দোপাধ্যায়। ২০১১ সালে মমতা মুখ্যমন্ত্রী হবার পর সেই দায়িত্ব পান দীনেশবাবু। ২০১২ সালে রেলবাজেট পেশ করতে গিয়ে রেলের ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করেন দীনেশ ত্রিবেদী। সবাইকে চমকে দিয়ে তিনি দাবি করেন, রেল ICU তে চলে গেছে। স্বভাবতই প্রশ্নের মুখে পড়েন মমতা। এরপরেই দীনেশ ত্রিবেদীকে সরিয়ে মুকুল রায়কে রেলমন্ত্রী করেন তৃণমূলনেত্রী।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola