ড্রোনের উড়িয়ে এবার দেশের মানচিত্র তৈরি করবে NATMO, দেখুন কীভাবে

Continues below advertisement

এবার ম্যাপ তৈরিতে সাহায্য করবে ড্রোন। ড্রোনের মাধ্যমে দেশের মানচিত্র তৈরির কথা ভাবছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা NATMO। এই পদ্ধতিতে কাজ অনেক বেশি নিখুঁত হবে বলে দাবি সংস্থার।

কখনও আকাশপথে নজরদারি...  কখনও বা পাখির চোখে ভূপৃষ্ঠের ছবি তুলে ধরা। বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, ড্রোন। এবার মানচিত্র তৈরিতে সাহায্য করবে উড়ন্ত এই যন্ত্র।  ড্রোনের মাধ্যমে দেশের মানচিত্র তৈরির কথা ভাবছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস ও থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন বা NATMO। এই পদ্ধতিতে কাজ নিখুঁত হবে বলে দাবি সংস্থার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram