Farmers Protest: 'আন্দোলন স্থলে অনেক স্মৃতি জড়িয়ে আছে', আন্দোলন শেষে ঘরে ফেরা প্রসঙ্গে টিকায়েত। Bangla News

Continues below advertisement

৩৭৮ দিনের আন্দোলন শেষে আজ থেকে ঘরে ফিরছেন কৃষকরা। দিল্লিতে বিজয়োল্লাস। সোনিপথে আস্তানা গোটানোর কাজ শুরু। পাশাপাশি, দেশজুড়ে বিজয় উৎসব পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় গত একবছর ধরে দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমানায় চলছিল কৃষকদের অবস্থান বিক্ষোভ। প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর, সংসদে পাস হয় কৃষি আইন প্রত্যাহার বিল। পাশাপাশি, কেন্দ্রের তরফে ন্যূনতম সহায়ক মূল্য-সহ (MSP) একাধিক দাবি খতিয়ে দেখতে কমিটি গঠন ও কৃষকদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি মেলে। এরপরই কৃষক আন্দোলন প্রত্যাহারের কথা জানায় সংযুক্ত কিষাণ মোর্চা। এই প্রসঙ্গে কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) কী বললেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram