CBI Office Fire: দিল্লির সিবিআই দফতরে আগুন
বৃহস্পতিবার দিল্লির সিবিআই অফিসে আগুন (CBI Office Fire) লাগে। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ সিবিআই সদর দফতরে (CBI Headquaters) আগুন লাগে। আগুনের খবর পেয়েই পাঁচটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার ব্রিগেড কর্মীরা। কিন্তু কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। এই আগুনের কারণে কোনও গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে কিনা, তাও জানার চেষ্টা চলছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপি (BJP), আক্রমণ করলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। জন বার্লাকে মন্ত্রী করায় বিজেপিকে কটাক্ষ করেছে বাম ও কংগ্রেস। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতির (Dilip Ghosh) উল্টো সুরে সাম্প্রতিককালে বারবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে (Union Territory) পরিণত করার দাবি তুলে বিতর্কের ঝড় তুলেছেন। সেই জন বার্লাই এবার মোদি মন্ত্রিসভায় জায়গা পেলেন। প্রোমোশন হল আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের। আর কার্যত বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করা জন বার্লাকে নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) মন্ত্রী করা মাত্রই আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।