Global Hunger Index: বিশ্ব ক্ষুধা সূচকে আরও পিছিয়ে ১১৬টি দেশের মধ্যে ১০১ নম্বরে ভারত | Bangla News
বিশ্ব ক্ষুধা সূচকের নিরিখে আরও পিছোল ভারত। ২০২১-এ প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ১১৬টি দেশের মধ্যে ভারতের স্থান ১০১ নম্বরে। ২০২০ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ভারত ছিল ৯৪ তম স্থানে। ২০২১-এর র্যাঙ্কিংয়ে পাকিস্তান, বাংলাদেশ, নেপালের থেকেও পিছিয়ে রয়েছে ভারত। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে শীর্ষে রয়েছে চিন, ব্রাজিল, কুয়েত-সহ ১৮টি দেশ। মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে তৈরি হয় বিশ্ব ক্ষুধা সূচক। এগুলি হল, অপুষ্টি, ৫ বছরের কমবয়সীদের উচ্চতার তুলনায় কম ওজন, তৃতীয়টি হল, ৫ বছরের কমবয়সীদের কম উচ্চতা ও চতুর্থটি হল, শিশু মৃত্যু। গত কয়েকবছর ধরেই বিশ্ব ক্ষুধা সূচকে ক্রমশ পিছোচ্ছে ভারত। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের রিপোর্টে বলা হয়েছে, করোনা অতিমারীর কারণে মানুষের জীবনে প্রভাব পড়েছে। তবে ভারতে শিশু মৃত্যু ও অপুষ্টির হার কমেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।