GST On Hospital Beds : হাসপাতালের বেশিরভাগ বেডে ৫ শতাংশ হারে জিএসটি, চাপ কতটা বাড়বে সাধারণের ?
ICU বাদে হাসাপাতালের বেড ভাড়া দৈনিক ৫ হাজার টাকার বেশি হলে ৫ শতাংশ হারে জিএসটি, হাসপাতালে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসালে GST ১২ শতাংশ। সম্প্রতি GST কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে চাপ বাড়বে সাধারণ মানুষের ওপরেই। বলছেন চিকিত্সকদের একাংশ।
Tags :
ABP Ananda ICU ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ GST On Hospital Beds