Corona: নদীতে সার সার মৃতদেহ, বিহার-উত্তরপ্রদেশ সরকারকে নোটিস মানবাধিকার কমিশনের

Continues below advertisement

নদীতে সার সার মৃতদেহ, বিহার-উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। কেন্দ্রীয় সরকারকেও নোটিস পাঠিয়েছে মানবাধিকার কমিশন। প্রশাসনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। 

উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ। একের পর এক রাজ্যে নদীতে দেহ ভেসে আসার ঘটনা ঘটেছে। এবার উত্তরপ্রদেশের উন্নাওতে গঙ্গার চরে বালিতে পোঁতা সার সার দেহ নিয়ে ছড়াল আতঙ্ক। নদীর ধার থেকে বেশ কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। এগুলি করোনা আক্রান্তদের দেহ কি না সে ব্যাপারে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। উন্নাওয়ের জেলাশাসক জানিয়েছেন, কিছু লোক দেহ না পুড়িয়ে নদীর ধারে বালিতে পুঁতে দেয়। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

‘নদীতে ভাসছে শতাধিক মৃতদেহ। এ ছবি অত্যন্ত হৃদয় বিদারক। ভাইরাস একদিন হারবে। কিন্তু, সিস্টেম যে কতটা ব্যর্থ হয়েছে, তার দায়ভার বয়ে যেতে হবে। যতদিন না মহামারীর এই অধ্যায় শেষ হচ্ছে।’ ট্যুইট করেছেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram