IAS Terror Alert : স্বাধীনতা দিবসের আগে ট্রেনে বিস্ফোরণের ছক কষছে আইএস

ট্রেনে বোমা (Bomb) রেখে বিস্ফোরণ ঘটনার ছক আইএস-এর (IS), খবর সূত্রের। ১৫ অগাস্টের আগে বিস্ফোরণের ছক, সন্দেহ গোয়েন্দাদের। বিহারের (Bihar) বেশ কিছু স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ট্রেনে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত নজরে রাখা হচ্ছে ভোজপুর, বক্সার, জহানাবাদ, নওয়াদা স্টেশন। গয়া, নালন্দা, লখীসরাই, বেগুসরাই, জামুই স্টেশনেও বাড়তি নজর রাখা হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। জঙ্গিদের হাতে থাকতে পারে টাইমার লাগানো বিস্ফোরক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে দ্বারভাঙা স্টেশনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola