Ideas of India: 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে ভবিষ্যতের ভারত নিয়ে কী বললেন আদিত্য ঠাকরে? | Bangla News

Continues below advertisement

ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানের শুরুতে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু (Tapsee Pannu), নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবির খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের একঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিলদেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।

মন্ত্রী আদিত্য ঠাকরে (Aditya Thackeray) আজ বলেন, "মুম্বইতে এমন অনেক জিনিস আছে, যা অনেক মানুষই জানেন না। তখনই মনে হয়েছিল, এগুলো যদি মানুষের সামনে আনা যায় তাহলে খুব ভালো হয়। পর্যটনক্ষেত্রে যতটা কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব, ততটা অন্য ক্ষেত্রে সম্ভব কি না সংশয় রয়েছে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram