ABP News

India Corona Update: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় সাড়ে ৪ হাজার! | Bangla News

Continues below advertisement

ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় (Corona) দৈনিক সংক্রমণ। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ৭৭৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৫২৫ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৪৬০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। অন্যদিকে, জম্মু কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত। তার জেরে বন্ধ করা হল বিশ্ববিদ্যালয়ের কাটরা ক্যাম্পাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram