India Corona Update: কমেও ৯০ হাজারের ওপরে দৈনিক সংক্রমণ, একদিনে মৃত ৩৪০৩
Continues below advertisement
দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল। গতকাল বিহারে মৃত্যুর তথ্য নথিভুক্ত করার আচমকাই বেড়ে গিয়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এই নিয়ে গত চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রইল। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০।
Continues below advertisement
Tags :
Corona Vaccine Coronavirus Coronavirus India Updates India Corona Update Coronavirus India Coronavirus In India Corona Cases In India Coronavirus News Maharashtra Coronavirus Corona Update Coronavirus Death Coronavirus LIVe Updates Oxford Vaccine Corona Death In India Coronavirus India Live Delhi Coronavirus Corona Symptoms Covid-19 Cases Coronavirus India Highlights COVID-19 Cases Today Oxygen Shortage Coronavirus News India Live Coronavirus Death