Kali Katha: জানুন প্রয়াগের সতীপিঠ ললিতাদেবীর মন্দিরের ইতিহাস, ইতিবৃত্ত, পুরকথা, মাহাত্ম্য| Bangla News
তীর্থরাজ প্রয়াগ। মুঘল আমলে এর নামকরণ হয় ইলাহাবাদ। ব্রিটিশ শাসনের সময় সেই নামই অপভ্রংশ হয়ে দাঁড়ায় এলাহাবাদ। বর্তমানে উত্তর ভারতের অন্যতম বড় শহর। বর্তমান এলাহাবাদ শহরের তিন দিক গঙ্গা এবং যমুনা দ্বারা পরিবেষ্টিত। শহরের আয়তন ৮২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১১ লক্ষের কিছু বেশি। এই শহর ধরে রেখেছে ভারতের প্রমাণ সময়। গঙ্গা, যমুনা এবং অধুনা লুপ্ত সরস্বতী এই নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম এই শহরেই। বলা হয় ব্রক্ষ্মা এই জগৎ সৃষ্টি করার পর এখানেই প্রথম যজ্ঞ করে আহুতি দিয়েছিলেন। প্রয়াগের মূল আকর্ষণ ত্রিবেণী সঙ্গম হলেও আমরা এসেছি এখানকার সতীপিঠ দর্শন করতে। প্রয়াগে রয়েছে দেবীর ৫১ পীঠের অন্যতম পীঠ। এখানে মা ললিতাদেবী নামে বিরাজমান। শক্তি আরাধনার পুণ্যভূমিতে এবিপি আনন্দ। অথ কালী কথায় দেখুন ললিতাদেবীর আরাধ্যপিঠ। জানুন এই মন্দিরের ইতিহাস, ইতিবৃত্ত, পুরকথা, মাহাত্ম্য।