Kashi Vishwanath Corridor Inauguration : আজকের দিন এক নতুন ইতিহাসের রচনা হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী | Bangla News

Continues below advertisement

‘আজকের দিন এক নতুন ইতিহাসের রচনা হচ্ছে। আমার সৌভাগ্য আমি সেই তিথির সাক্ষী থাকতে পারছি। যেসব মন্দির লুপ্ত হয়ে গিয়েছিল, সেগুলিরও নতুন করে তৈরি করা হয়েছে। এখানে এলে অতীতের গৌরব অনুভব করা যাবে। বাবা বিশ্বনাথ সবার, মা গঙ্গা সবার। এখানে সবাই আসতে চাইতেন, কিন্তু রাস্তা সংকীর্ণ ছিল। এখন সোজা গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসা অনেক সহজ হবে। ৩ হাজার বর্গফুটের করিডর এখন ৫ লক্ষ বর্গফুটের করা হয়েছে। এখন মন্দির পরিসরে প্রায় ৭০ হাজার পুণ্যার্থী আসতে পারবেন’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram