Kashi Vishwanath Corridor: গঙ্গা থেকে কলস মাথায় বিশ্বনাথ মন্দিরের উদ্দেশে পদযাত্রা মোদির| Bangla New

Continues below advertisement

প্রধানমন্ত্রী (Narendra Modi) কলস মাথায় দিয়ে ডুব দিয়েছেন গঙ্গায়। সেই সঙ্গে জল ভরে নিয়ে যাবেন মন্দিরে। কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে তিনি মাথায় কলস নিয়ে জল ভরে নেন। একের পর এক ডুব দিয়ে, গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে নিয়ে পুজো করেন। এরপর তিনি সূর্য প্রণাম করেন। গঙ্গাজলে গঙ্গাপূজা করেন তিনি। এরপর গঙ্গাজল নিয়ে গঙ্গা থেকে উঠে আসেন তিনি। বিশ্বনাথ মন্দির পর্যন্ত পায়ে হেঁটে যাবেন তিনি। এরপর পূজা করবেন ষোড়শ উপাচারে। গেরুয়া রঙ ত্যাগের প্রতীক। সেই রঙের পোশাকেই মোদির গঙ্গাস্নান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram