Kashi Vishwanath Corridor: করোনাকালেও থেমে থাকেনি কাজ, কাশী বিশ্বনাথ মন্দিরের শ্রমিকদের কুর্নিশ মোদির| Bangla News

নতুনরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির কমপ্লেক্সের উদ্বোধন করলেন মোদি। এরপর নরেন্দ্র মোদি মহাদেবের নাম করে বক্তব্য শুরু করেন। শুরুতেই তিনি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), জে পি নাড্ডাকে (JP Nadda) আহ্বান দেন। বলেন, এ এক নতুন ইতিহাসের রচনা। কাশীর বিশ্বনাথ মন্দির পরম্পরার সাক্ষী। করিডর দিয়ে সোজা বিশ্বনাথ মন্দির পৌঁছাতে পারবেন ভক্তরা। এবার সহজে বিশ্বনাথ মন্দিরে আসতে পারবেন প্রবীণরাও। করোনাকালেও বিশ্বনাথ মন্দিরের করিডর নির্মাণের কাজ থামেনি। কুর্নিশ শ্রমিকদের। মন্দির নির্মানেও রাজনীতি হয়েছে। ৫ লক্ষ বর্গফুটের করিডর নির্মাণ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola