Ludhiana Court Blast: লুধিয়ানা আদালতে বিস্ফোরণে পাকিস্তান-যোগ! জার্মানি থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত | Bangla News

Continues below advertisement

লুধিয়ানা আদালতে (Ludhiana Court) বিস্ফোরণে জড়াল পাকিস্তান-জার্মানি! জার্মানি থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত জসবিন্দর সিংহ মুলতানি। পাঞ্জাবে ভোটের আগে অশান্তি তৈরির চেষ্টা পাকিস্তানের (Pakistan)। ছক ছিল পাঞ্জাব ছাড়াও দিল্লি (Delhi), মুম্বইয়ে (Mumbai) ধারাবাহিক বিস্ফোরণের। নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI), দাবি পাঞ্জাব পুলিশের ডিজির। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত, জসবিন্দর সিংহ মুলতানিকে জার্মানি থেকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। পাঞ্জাব পুলিশের ডিজি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পাঞ্জাবে ভোটের আগে শান্তি বিঘ্নিত করতে চাইছে পাকিস্তান। পাঞ্জাবের পাশাপাশি দিল্লি, মুম্বইতেও ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল। আর এর নেপথ্যে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। আদালতে বিস্ফোরক কোথা থেকে এসেছে, তা-ও শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন ডিজিপি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram