Malda Chinese national: খোলা গিয়েছে ধৃত চিনা নাগরিকের আইফোন, মিলল আরও সন্দেহভাজনের হদিশ

Continues below advertisement

অবশেষে মালদায় ধৃত চিনা নাগরিক হান জুনওয়ের আইফোনটি খুলতে পারল এসটিএফ। তার আইফোন থেকে মিলেছে বহু সন্দেহভাজনের হদিশ। এর মধ্যে ভারতীয় ও চিনা নাগরিক ছাড়াও রয়েছে অন্যান্য দেশের নাগরিকরাও। জানা গেছে, ভুয়ো মেল আইডি-র মাধ্যমে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ রাখত হান। তবে হানের ল্যাপটপটি এখনও খুলতে পারেননি তদন্তকারীরা। আজই কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি বিশেষ দল হানকে জেরা করবে। আপাতত এসটিএফ-এর হেফাজতে রয়েছে হান জুনওয়ে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় টানা জিজ্ঞাসাবাদ চলছে ধৃত চিনা নাগরিক হান জুনওয়ের (Han Junwei)। মালদায় (Malda) ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিক হান জুনওয়ে। পাসওয়ার্ড না মেলায় মিলছে না ল্যাপটপ খোলার কোনও সূত্র। পাশাপাশি, যে বিপুল পরিমাণ অর্থ ধৃতের কাছে ছিল তা কোথা থেকে এল, কে দিল, ভারতে হানের সঙ্গে কার কার যোগাযোগ ইত্যাদি জানতে হানকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram