Modi Govt: এবার ডিজিটাল সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণের পথে মোদি সরকার | Bangla News

এবার ডিজিটাল সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণের পথে মোদি সরকার। আসন্ন বাদল অধিবেশনেই আইন সংশোধন করতে পেশ করা হবে বিল, খবর সূত্রের। আইন ভাঙলে থাকছে পদক্ষেপের সংস্থান। থাকছে জরিমানার সংস্থানও, সূত্রের খবর।  আইন প্রণয়নের ৯০ দিনের মধ্যে নথিভুক্তকরণের আবেদন করতে হবে। নথিভুক্তকরণের আবেদন করতে হবে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে। এই সংশোধনীর জেরে ডিজিটাল সংবাদমাধ্যম চলে আসবে তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola