Monsoon 2024: নির্ধারিত সময়ের ২ দিন আগেই কেরলে বর্ষা! বাংলায় কবে? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: নির্ধারিত সময়ের ২ দিন আগেই কেরলে ঢুকল বর্ষা। একইসঙ্গে সময়ের ৭দিন আগেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও 'বর্ষামঙ্গল' । আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গেও ঢুকে যাবে বর্ষা, অনুমান মৌসম ভবনের। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত পরিস্থিতি। যার জেরে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

বাংলায় শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। 
অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বঙ্গে পা রাখতে পারে বর্ষা। 
তবে সবটাই নির্ভর করছে কেরলে কবে বর্ষা ঢুকবে তার ওপর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram