Narendra Modi: করোনায় প্রভাবিত শিশুদের পড়াশোনার জন্য বাড়ির কাছের স্কুলে ভর্তির ব্যবস্থা: মোদি।Bangla News
Continues below advertisement
"আমি জানি করোনার জন্য যাঁরা আপনজনদের হারিয়েছেন তাঁদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটা কতটা কঠিন। আজকে যেই বাচ্চাদের জন্য এই অনুষ্ঠান, তাদের কষ্ট শব্দে বর্ণনা করা খুব কঠিন। পিএম কেয়ার্স ফর চিলড্রেন করোনায় প্রভাবিত বাচ্চাদের কষ্ট একটু কম করার একটা প্রচেষ্টা মাত্র। বাচ্চাদের ভাল এবং বাধাহীন পড়াশোনার জন্য তাদের নিজেদের ঘরের কাছেরই সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তি করা হয়েছে। পি এম কেয়ার্স এর মাধ্যমে এই সব বাচ্চাদের বই, খাতা এবং ইউনিফর্ম দেওয়া হবে। উচ্চ শিক্ষার জন্যও লোন দরকার পড়লে পিএম কেয়ার্স সেটাতেও সাহায্য করবে। " ঘোষণা প্রধানমন্ত্রীর।
Continues below advertisement
Tags :
Narendra Modi Covid-19 ABP Ananda Prime Minister ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ PM Cares এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ PM Announced PM Cares For Children