Narendra Modi: 'এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা নিচু হয়', বললেন প্রধানমন্ত্রী।Bangla News
আজ রাজকোটে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘রাষ্ট্রসেবার ৮ বছর পূর্ণ করেছে সরকার।মাতৃভূমির সেবায় কোনও ফাঁক রাখা হয়নি। মহাত্মা গাঁধীর স্বপ্নের ভারত গড়ে উঠছে। এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়। আজ দেশে চলছে গরিবের সরকার। ৬ কোটি পরিবারকে দেওয়া হয়েছে নলবাহিত জল পরিষেবা। ৩ কোটি মানুষ পেয়েছেন মাথার উপর পাকা ছাদ। নিখরচায় করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।’
Tags :
Narendra Modi ABP Ananda Rajkot ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ MODI SPEECH এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ 2nd Term Of BJP Government এবিপি আনন্দ