NCB Drug Probe: মাদক-তদন্তে এবার শাহরুখের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ| Bangla News

Continues below advertisement

মাদককাণ্ডে এবার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে জিজ্ঞাসাবদ এনসিবির। এর আগে শাহরুখের বাংলোতে গিয়ে পূজাকে নোটিস দেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, নোটিসে আরিয়ান সম্পর্কে বেশ কিছু তথ্য চাওয়া হয়। অন্যদিকে গতকাল চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, সকাল ১১টার জায়গায় অনন্যা দুপুর ২টোয় পৌঁছনোয় তাঁকে ধমক দেন এনসিবির জেনারেল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। প্রথম দিনও দুপুর ২টোর পরিবর্তে বিকেল ৪টেয় এনসিবি দফতরে পৌঁছন অনন্যা। "এটা প্রোডাকশন হাউস নয়। কেন্দ্রীয় এজেন্সির অফিস। যে সময় ডাকা হবে তখনই আসতে হবে।" অনন্যাকে এভাবেই ধমক দেন সমীর ওয়াংখেড়ে, খবর সূত্রের। এনসিবি সূত্রে খবর, অনন্যার মোবাইল ফোন, ল্যাপটপ সহ ৭টি ইলেক্ট্রনিক গ্যাজেট পাঠানো হয়েছে ফরেন্সিকে। কারণ বেশ কিছু চ্যাট ডিলিট করা হয়েছে এনসিবির অনুমান। সেগুলি উদ্ধার করে সোমবারের মধ্যে হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে। সোমবার অনন্যাকে তৃতীয়বারের জন্য ডাকা হয়েছে এনসিবি দফতরে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram